ভোটের এক সপ্তাহ আগে রাজধানীতে হেফাজতের মহাসমাবেশ

Looks like you've blocked notifications!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি। এর আট দিন আগে রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) হেফাজতের  কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। আগামী ২৯ ডিসেম্বর দলটি মহাসমাবেশ করবে বলে জানান তিনি।

এর আগে বাদ জুমা এক মিছিলপূর্ব সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান। তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে মামুনুল হকসহ সব আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। অন্যথায় ২৯ ডিসেম্বর শুক্রবার সারা দেশ থেকে জনগণ জড় হয়ে মহাসমাবেশ করবে।

মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি, হেফাজতের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষা ব্যবস্থা থেকে ফ্রি মিক্সিংসহ ইসলামবিরোধী পাঠ বাতিল এবং হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম।

দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাওলানা মামুনুল হকসহ সব আলেমকে মুক্তি দিতে হবে। অন্যথায় আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগেই হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচিতে যাবে।