নৌকার বিরোধিতা করে দলে সম্পৃক্ত থাকতে পারবেন না : কেসিসি মেয়র

Looks like you've blocked notifications!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলায় আওয়ামী লীগের বিশেষ সভায় বক্তব্য দিচ্ছেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। ছবি : এনটিভি

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘নৌকার বিরোধিতা করে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তা হতে পারে না।’

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। 

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন তালুকদার আব্দুল খালেক।

তালুকদার আব্দুল খালেক বলেন, ‘মোংলা-রামপাল জনপদের মানুষের ভোটে আমরা (খালেক-হাবিবুন নাহার দম্পতি) সাতবার নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেছি। এরমধ্যে আমি চারবার ও আমার সহধর্মিণী হাবিবুন নাহার তিনবার নির্বাচিত হয়েছি। তাই এবারও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  হাবিবুন নাহারকে পুনরায় নৌকা প্রতীক দিয়েছেন। প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকের এ প্রার্থীকে জয়লাভ করাতে আপনারা নেতাকর্মীরা বিগত দিনের সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত ও সহায়তা করবেন। আমাদের আবারও নৌকাকে জিতিয়ে পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ এই জনপদের সব উন্নয়নই শেখ হাসিনার সরকার করেছে। অন্য কোনো সরকার কখনও কিছুই করেননি। প্রধানমন্ত্রীর উন্নয়নের অবদান স্বরূপ যাতে সবাই নৌকায় ভোট দেন সেজন্য আপনারা নেতাকর্মীরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে এ অঞ্চলের উন্নয়ন চিত্র তুলে ধরবেন। এবারের নির্বাচন হবে ভোট সংগ্রহের নির্বাচন। তাই দলের সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একসঙ্গে ভোট চাইবেন।’

তালুকদার আব্দুল খালেক আরও বলেন, রাজাকার আলবদরদের আর কোনো শক্তিই নেই, তারা অতীতে যেমন কোনো কিছুই করতে পারেনি, তেমনি ভবিষ্যতেও আর পারবে না।’

তালুকদার আব্দুল খালেক প্রশাসনকে উদ্দেশ করে বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা করার প্রয়োজন আপনারা শুধু তাই করবেন। এর বেশি কারো হয়ে কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ড করবেন না।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি এ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, দপ্তর সম্পাদক অম্বরিশ রায় প্রমুখ। 

বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূইয়া হেয়ামেত উদ্দিন বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে নৌকার বিরোধিতা করলে তাদের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে।’ 

সভায় আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম শরীফ, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির, চাঁদপাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম নাজিনা, সুন্দরবন ইউপির সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিন প্রমুখ।