গ্যাস সংকটে নারায়ণগঞ্জের পোশাক শিল্প
নারায়ণগঞ্জে গ্যাস সংকটে অনেক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গ্যাস সংকটে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বাতিল হচ্ছে ক্রয় আদেশ। অনেক কারখানায় গ্যাসের বদলে বয়লারগুলোতে ডিজেল ব্যবহার করায় বাড়ছে উৎপাদন খরচ। বিকেএমইএ বলছে, চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না পাওয়ায় এই শিল্প অস্তিত্ব সংকটে পড়েছে।