চাঁদপুরে এক বছর ধরে বন্ধ ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র
এক বছর পেরিয়ে গেলেও সচল হয়নি চাঁদপুরের ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। গ্যাস সংকটসহ বড় বড় যন্ত্রপাতি ও মেশিন অকেজো হয়ে যাওয়ার কারণে ২০২২ সালের ডিসেম্বরে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর কয়েক দফা চেষ্টা করেও এটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার কথা থাকলেও এলসি সংক্রান্ত জটিলতায় তা আর সম্ভব হয়নি।