পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৬ কোটি ৩২ লাখ টাকা

Looks like you've blocked notifications!

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দানবাক্স থেকে তিন মাস ২০ দিন পর এবার ২৩ বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। গণনা শেষে মসজিদটিতে দান করা টাকার পরিমাণ ছয় কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

বিষয়টি নিশ্চিত করে পাগলা মসজিদ কমিটির সভাপতি ডিসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘সকাল সাড়ে সাতটা থেকে টাকা গণনার কাজ শুরু হয়ে রাত পর্যন্ত চলে। প্রায় ২০০ জনের একটি দল টাকা গণনার কাজ করেছে। নয়টি সিন্দুকের ২৩ বস্তা টাকা গণনা করে ছয় কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গেছে।’ 

টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী, রেভিনিউ ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার রওশন কবীর, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, আজিজা বেগম, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, সিবিএ নেতা মো. আনোয়ার পারভেজসহ মাদরাসার ১১২ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য অংশ নেন।

এর আগে চলতি বছরের ১৯ আগস্ট মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছিল। তখন ২৩ বস্তা টাকা থেকে পাঁচ কোটি ৭৮ লাখ নয় হাজার ৩২৫ টাকা পাওয়া গিয়েছিল। নগদ টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।