বিএনপিপন্থি আইনজীবীদের মানববন্ধন পণ্ড করে দিল আওয়ামীপন্থিরা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে বিএনপি ও বিএনপিপন্থি আইনজীবীদের মানববন্ধনে বাধা ও ধাওয়া দিয়ে পণ্ড করে দিয়েছে আওয়ামীপন্থি আইনবীবীরা। আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের (বার ভবন) সামনে এ ঘটনা ঘটে।
পরে আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। কর্মসূচি শুরু হলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক মহসিন মিয়ার নেতৃত্বে আওয়ামীপন্থী আইনজীবীরা সেখানে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা মানববন্ধন থেকে ব্যানার কেড়ে নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন মিয়াসহ অরাও কয়েকজন ধাক্কা দিয়ে বের করে দেন। তাঁদের ধাওয়ায় বিএনপির আইনজীবীরা ছত্রভঙ্গ হয়ে গেলে মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়।
মানববন্ধনে অংশ নেওয়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাশিদা জামাল বলেন, আমরা আমাদের কারাবন্দি, নির্যাতিত, গুলিবিদ্ধ, নিহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করতে চেয়েছিলাম। যেহেতু আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস তাই আমাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরতেই এ কর্মসূচী ছিল। তবে আমাদের কর্মসূচিতে আওয়ামীপন্থী আইনজীবীরা বাধা দিয়ে সেটি পণ্ড করে দিয়েছে। আমাদের বেশ কয়েকজনকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত ও অপমান করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল জানান, লাঞ্ছিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। বরং আদালতে বহিরাগত লোকজন এনে মানববন্ধন করার পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, ‘আদালতে এখন পর্যন্ত কোনো আইনজীবী বাইরের লোক এনে কোনো কর্মসূচি পালন করেননি। বারের অনেক মহিলা আইনজীবী আছেন, তাঁদের নিয়ে কর্মসূচি পালন করতে পারতেন। তা না করে তারা বাইরে থেকে মহিলাদের এনে কর্মসূচি পালন করে আদালত প্রাঙ্গণের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এখানে বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। আমরা আমাদের বার ও আইনজীবীদের নিরাপত্তায় যা করা দরকার করেছি এবং করব। আইনজীবীরা আমাদের সেই দায়িত্ব দিয়েছেন। বাইরের কোনো লোকজন এনে কাউকে শোডাউন করতে দেওয়া হবে না, সে যে-ই হোক।’
অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করে বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থকরা।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, দুই পক্ষের উত্তেজনার সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।