খাগড়াছড়ির রামগড় সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
খাগড়াছড়ির রামগড় সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। আটক দুজন সম্পর্কে মা ও ছেলে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাঁশিবাড়ী বিওপির নায়েক সুবেদার মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তবর্তী ছোটখেদা এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশকালে তাদের আটক করে রামগড় থানায় হস্তান্তর করেন।
আটকরা হলেন পুষ্প রাণী দাস (৬০) ও তার ছেলে দীপংকর দাস (৩১)। তাদের ঠিকানা ৮নং কালীনগর দাসেরগড়, পোস্ট- কালীনগর, থানা- হারউড পয়েন্ট কোটাল, জেলা- দক্ষিণ ২৪ পরগণা।
বিজিবি ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম জানান, তারা গত শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগণা হতে ট্রেন ও বাসযোগে সাবরুম আসে। আজ সোমবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পুষ্প রাণী তার ছেলেকে নিয়ে চট্টগ্রামের কোতোয়ালিতে বসবাসকারী ছোট ভাই বিনোদ দাসের বাড়িতে আসার উদ্দেশে সীমান্ত অতিক্রম করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাশ জানান, অভিযোগের ভিত্তিতে আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলার পরে খাগড়াছড়ি আদালতে পাঠানো হবে।