দোয়া নিতে ওবায়দুল কাদেরের কাছে চিত্রনায়িকা মাহি

Looks like you've blocked notifications!
মাহিয়া মাহি ও ওবায়দুল কাদেরের ছবিটি মাহির ফেসবুক পেইজ থেকে নেওয়া।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লাগের মনোনয়ন চেয়েও পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন তিনি। তবে, এতেও বাধে বিপত্তি। রিটার্নিং কর্মকর্তা তাকে অবৈধ হিসেবে ঘোষণা করেন। এর বিরুদ্ধে আপিল করে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) শুনানি শেষে বৈধতা পায় মাহির মনোনয়নপত্র।

এদিকে, মনোনয়নপত্র ফিরে পাওয়ার পরদিন অর্থাৎ, আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতেই ঢাকা ত্যাগ করে নির্বাচনি এলাকায় যাবেন মাহি। তবে, এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই স্বতন্ত্র প্রার্থী। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে আজ বিকেলে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন তিনি। দোয়া নিতেই তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেছেন বলে জানান মাহি।

এ বিষয়ে ঢালিউডের এই নায়িকা এনটিভি অনলাইনকে বলেন, ‘নির্বাচনি কার্যক্রম শুরু করতে আজ রাতেই ঢাকা ত্যাগ করব। এর আগে ওবায়দুল কাদেরের থেকে দোয়া নিতেই এই সৌজন্য সাক্ষাৎ।’ 

মাহি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী। যেহেতু গতকাল আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে, তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছি। তার আগেই আজ ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করেছি। তার কাছ থেকে দোয়া নিয়েছি।’

স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতে আসবে।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগ তাকে বরণ করে নেবে বলেই বিশ্বাস মাহির।