অবরোধের সমর্থনে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

Looks like you've blocked notifications!
রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের যুবদল আজ বুধবার বিক্ষোভ মিছিল করেছে। ছবি : এনটিভি

জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে ১১তম ধাপের ৩৬ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে সড়ক ও রেললাইন অবরোধ করে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর গুলশান-১, গুলশান-২, উত্তরা, বাড্ডা ও মিরপুরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর যুবদল উত্তরের নেতাকর্মীরা।

গুলশান-১ এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর যুবদল উত্তরের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুদ। এতে অংশ নেন সংগঠনের কর্মী ও অনুসারীরা। এ ছাড়া গুলশান-২ এ মিছিল করেন থানা যুবদলের সদস্য মেহেজাবিন ফারুক। এতে সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

এদিকে উত্তরা পশ্চিম যুবদল সকালে বিক্ষোভ মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন, উত্তরা পশ্চিম থানা যুবদল সদস্য ফেরদৌস মাসুম। একই দাবিতে সকালে মিরপুরে মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লার নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এ ছাড়া রাজধানীর বাড্ডা এলাকায়ও মিছিল বের করে যুবদল ঢাকা মহানগর উত্তর।

মিছিল শেষে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এনটিভি অনলাইনকে বলেন, ‘সরকার পতনের আন্দোলন প্রতিনিয়তই তীব্র করা হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। নিরপেক্ষ সরকারের দাবি রাজপথেই ফয়সালা করা হবে।’