শোভাযাত্রার অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

Looks like you've blocked notifications!
ডিএমপি কমিশনারের কার্যালয়ের বাইরে কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। ছবি : এনটিভি

বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা করতে চায় বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে র‍্যালিটি। রাজনৈতিক এই কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ডিএমপি কমিশনার বরাবর চিঠিটি দেয় বিএনপির প্রতিনিধি দল। ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে আমাদের দল বিএনপির পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। ওইদিন আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করতে চাই। এই শোভাযাত্রার জন্য আমরা পুলিশ কমিশনারের কাছে এসেছি। তবে, তিনি না থাকায় অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিনের সঙ্গে কথা বলেছি। আমাদের আবেদনের অনুলিপি তিনি গ্রহণ করেছেন। বিষয়টি তারা নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।’

অনুমতি না দিলে বিএনপি কর্মসূচি করবে কি না, জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, ‘সেটা পরের কথা। সেরকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে। আমরা তো একাকি এ কথা বলতে পারব না।’