বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের সংগ্রাম চলবেই : নানক

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এনটিভির ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলছেন, দেশ থেকে বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতিকে যতদিন না নিশ্চিহ্ন না করতে পারব, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাঙালি যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, সেসময় আমাদের সূর্যসন্তানদের হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবছরই বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আজকেও তা করা হয়েছে।’

এর আগে বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে ছাত্রলীগের আয়োজনে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা ও মোবাবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন নানক। এ সময়ে তিনি বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীনতাবিরোধী প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। তাদের মোকাবিলা করে রাজনৈতিকভাবে জয়ী হবে স্বাধীনতার পক্ষের শক্তিরা।’