গাজীপুরের রেল দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

Looks like you've blocked notifications!
গাজীপুরের রেল দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার ট্রেন চলাচল শুরু হয়। ছবি : এনটিভি

গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় ভয়াবহ রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে প্রায় ২৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুর হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৫টা ৫০মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায় ও নিরাপদে মেরামত করা অংশ অতিক্রম করে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. হানিফ আলী জানান, শ্রীপুরের রাজেন্দ্রপুর স্টেশনের অদুরে বনখড়িয়া এলাকায় গতকাল বুধবার ভোরে গ্যাস কাটার দিয়ে লাইন কেটে ট্রেনে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি কোচ লাইনচ্যুত হয়। এতে ৬০০ ফুট রেল সড়ক ক্ষতিগ্রস্ত হয়।এ ঘটনার পরপরই জয়দেবপুর- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৪ ঘণ্টা পর রেল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় লাইন ট্রেন চলাচলের উপযোগী করে তোলে। রেলপথ মেরামতের পর প্রথমে আজ ভোর ৫টা ৫০ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায়। নিরাপদে মেরামত করা অংশ অতিক্রম করে। এরপর ময়মনসিংহ থেকে জামালপুর কমিউটার ট্রেন ও যমুনা এক্সপ্রেস ট্রেন মেরামত করা অংশ দিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা ইসলাম জানান, সকালে দুর্ঘটনাস্থল হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিনটি ট্রেন চলাচল করেছে। ঢাকা থেকে ভাওয়াল এক্সপ্রেস ৬টা ৪০মিনিটে, বলাকা কমিউটার ৭টা ৫মিনিটে ও দেওয়ানগঞ্জ কমিউটার ৮টা ১২ মিনিটে দুর্ঘটনাস্থল অতিক্রম করে।