শিশু অপহরণচেষ্টার অভিযোগে দুই নারী আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু অপহরণচেষ্টার অভিযোগে আটক আসমা বেগম ও তানজিলাকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু অপহরণচেষ্টার অভিযোগে আসমা বেগম ও তানজিলা নামের দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এই ঘটনায় থানায় মামালার পর আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
উপজেলা চন্দনধুল গ্রমে গতকাল বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করে অভিযুক্ত দুই অপহরণকারীকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। মামলা রুজু করে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চাওয়া হয়েছে।