বাল্যবিবাহের অপরাধে বরকে দুই মাসের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামে বাল্যবিবাহের অপরাধে বরকে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

বাল্যবিবাহের অপরাধে বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। 

দণ্ডাদেশপ্রাপ্ত যুবক একই উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি  গ্রামের  মো. রাজিব রানা (৩০)। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। কনে বাবার বাড়িতে রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ব্রা‏হ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন,  স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হই। এ সময় জানতে পারি উত্তর তেতাভূমি গ্রামের মো. রাজিব রানার সঙ্গে একই উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। শতাধিক বরযাত্রী বিয়েতে উপস্থিত ছিল। আমরা পৌঁছার আগেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে বর ও কনেকে পাওয়া যায়।

ইউএনও আরও বলেন, আইন অমান্য করে বাল্যবিবাহ করায় বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেই। পুলিশ বরকে থানায় নিয়ে যায়। আর মা-বাবার হেফাজতে রাখা হয় কিশোরীটিকে।