ট্রাকচাপায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নিহত

Looks like you've blocked notifications!
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল হাসানের মোটরসাইকেল। ছবি : এনটিভি

মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল হাসান। আজ বৃহস্পতিবার (১৪ পিসেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্র থেকে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কের ভাগা এলাকায় যাওয়ার পথিমধ্যে ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

নিহত কর্মকর্তা নাজমুল হাসান জামালপুর জেলার ইসলামপুর থানার কুঠাইল গ্রামের আবুল হোসেনের ছেলে। 

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আকতার জানান,  বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ইনস্টিটিউ অব মেরিন টেকনোলজির সেফটি অফিসার নাজমুল হাসান (২৭) আজ বিকেলে অফিস থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে রামপালের ভাগা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মোংলা-খুলনা মহাসড়কের টেংরামারীর আরজ আলী গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জেলা পুলিশ, রামপাল ও মোংলা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। আর ঘটনাস্থল থেকে পুলিশ ওই ড্রাম ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।

পুলিশ কর্মকর্তা সৈয়দ বাবুল আকতার বলেন, নিহত কর্মকর্তার মরদেহ মোংলা-খুলনা মহাসড়কের কাটাখালী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ তাঁর পরিবার কিংবা কর্মরত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।