কেরাণীগঞ্জে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, চলছে নির্বাপণের চেষ্টা
ঢাকার কেরাণীগঞ্জের বেড়িবাঁধ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থালে পৌঁছে ফায়ার সার্ভিস। সেখানে সংস্থাটির আটটি ইউনিট কাজ করে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও প্রাথমিকভাবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে খবর আসে কেরানীগঞ্জ ধলেশ্বরী ১ নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। ওই খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৭টা ৫ মিনিটে। দুই ঘণ্টা পর রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এখনও আগুন নির্বাপণ সম্ভব হয়নি। সেখানে এখনও দুটি ইউনিট কাজ করছে।