স্বাধীনতার কোন আদর্শকে ধরে রাখতে পেরেছে আ.লীগ, প্রশ্ন মঈন খানের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছরে এসে আমাদের প্রশ্ন করতে হবে, আজকে যে আওয়ামী লীগ সরকার চালাচ্ছে, তারা স্বাধীনতার কোন আদর্শকে ধরে রাখতে পেরেছে? সরকার মুক্তিযুদ্ধের আদর্শ গণতন্ত্রকে হত্যা করে, তারা একবার এদেশে একদলীয় বাকশাল কায়েম করেছিল, এখন তারা আবার অলিখিত নব্য বাকশাল, বাকশাল টু (দুই) কায়েম করেছে।’
আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির এই জ্যেষ্ঠ নেতা।
আওয়ামী লীগের সমালোচনা করে আব্দুল মঈন খান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার যে সংগ্রাম ছিল, অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, পাকিস্তানের ২২টি পরিবারের বিরুদ্ধে যে সংগ্রাম, যারা পাকিস্তানের সমস্ত সম্পদ কুক্ষিগত করে রেখেছিল, আজকে আওয়ামী লীগ ২২ পরিবারের পরিবর্তে বাংলাদেশে ২২০টি পরিবার তৈরি করে একটি অলিগার্কি (গোষ্ঠীশাসনতন্ত্র) তৈরি করেছে। যারা বাংলাদেশকে লুটপাট করে খাচ্ছে। আপনারা দেখেছেন, কীভাবে মেগাপ্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করে অর্থনীতিকে ফোকলা করে দেওয়া হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার একটি ভুয়া, প্রহসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এই নির্বাচনের নামে তারা যা করছে, তা হচ্ছে ভোট ভাগাভাগি। এখানে কোনো নির্বাচন নেই। দুঃখের কথা বলতে হয়, তৃতীয় বিশ্বের অনেক দেশে দেখেছি—ভোট রিগিং হয়, তারা গোপনে-চুপিসারে ভোট রিগিং করে। আর বাংলাদেশের আওয়ামী লীগ সরকার প্রকাশ্যে ভোট চুরি করে, ভোট ডাকাতি করে। তারা বাহাদুরি করে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে করে। এটাই হচ্ছে, আমাদের আজকের কলঙ্কের বিষয়।’