বিজয় দিবসের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল
বিজয় দিবসের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সুন্দরবনে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সুন্দরবনের করমজলে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করেছেন।
আজ করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রায় দুই হাজার পর্যটক আসেন। এর আগে গতকাল শুক্রবার এ কেন্দ্রটিতে পর্যটক এসেছিল প্রায় দেড় হাজার। চলতি মাসের মধ্যে শুক্র ও শনিবার এই দুদিনেই সবচেয়ে বেশি পর্যটক আসে করমজলে। এ মাসের বিগত দিনগুলোতে করমজলে পর্যটকদের আগমনের সংখ্যা ছিল গড়ে প্রায় ৩০০-এর মতো।
করমজলে দর্শনার্থীদের উপভোগের জন্য রয়েছে দীর্ঘ ফুট টেইলর, সুউচ্চ ওয়াচ টাওয়ার, কুমির ও কচ্ছপের প্রজনন কেন্দ্র। রয়েছে সংরক্ষিত বনের মায়াবী হরিণ ও বানর। বনের বৃক্ষরাজির পরিচিতি জানতে গাছের গায়ে লিখে রাখা হয়েছে নামও। এ ছাড়া রয়েছে একটি জাদুঘরও। যেখানে সংরক্ষণ করা রয়েছে বনের বাঘ, হরিণ, কুমিরসহ বিভিন্ন প্রাণীর কংকাল ও মমি করে রাখা নানা ধরনের বন্যপ্রাণী।
তবে মোংলা থেকে সবচেয়ে কাছাকাছি হওয়াতে করমজলেই অন্যান্য স্পটের তুলনায় দর্শনার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে থাকে বলে জানান করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির। তিনি বলেন, ১৬ ডিসেম্বরের ছুটির দিনে করমজলের পাশাপাশি পর্যটক বেড়েছে হাড়বাড়ীয়া, নীলকমল, হিরনপয়েন্ট, কটকা, কচিখালী ও আন্ধারমানিকসহ অন্যান্য পর্যটন কেন্দ্রেও।