বিজয়ের আনন্দের ঢেউ পাহাড়ের পর্যটন স্পটেও

Looks like you've blocked notifications!
বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলাচল পাহাড়ের চূড়ায় দর্শনার্থীরা। ছবি : এনটিভি

দীর্ঘদিন পর বান্দরবানে বিজয় দিবসের আনন্দের ঢেউ লেগেছে পাহাড়ের পর্যটন স্পটেও। বিজয় দিবসের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পর্যটন স্পটগুলো। ভ্রমণ নিষেধাজ্ঞা, সশস্ত্র সংঘাতসহ নানা কারণে বান্দরবান জেলায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যের ধস কাটিয়ে ফের চাঙ্গা হয়ে উঠেছে দর্শনার্থীদের আগমনে।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) জেলার অন্যতম পর্যটন স্পট নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত ঝরনা, বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুক পাহাড়, নীলগিরি, নীলদিগন্ত, তমাতুঙ্গী, ডিমপাহাড়, প্রান্তিক লেক, বৌদ্ধ টেম্পল স্পটগুলোতে ঘুরে বেড়াতে দেখা গেছে ভ্রমণ পিপাসুদের। অন্যদিকে দীর্ঘদিন পর কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের আতঙ্কে কাটিয়ে পাহাড়ে শান্তি ফেরায় জেলার পর্যটন সম্ভাবনাময় রুমা ও থানচি উপজেলার দূর্গম বগালেক, ক্যাওক্রাডং, বাকলাই, তমাতুঙ্গী, রেমাক্রী, নাফাকুমসহ দূরদূরান্তের আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। 

বেড়াতে আসা পর্যটক সাব্বির, সাজ্জাদ, নিশিতা বলেন, বহুদিন পর আবারও বান্দরবান ঘুরতে এলাম। মধ্যখানে কয়েকটি বছর পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতায় আতঙ্কে পাহাড় দেখা হয়নি ঠিকঠাক। সংঘাত কাটিয়ে পাহাড় হয়ে উঠুক ভ্রমণপ্রেমিদের অবাদ বিচরণ ও শান্তির নিশ্বাস নেওয়ার উপযুক্ত স্থান। এ প্রত্যাশা করি।

ট্যুরিস্ট পরিবহণ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল বলেন, দীর্ঘদিন পর পর্যটকদের ভিড় দেখা গেল বিজয় দিবসের আনন্দে। সমিতির প্রায় তিন শতাধিক ট্যুরিস্ট গাড়ির সবই শুক্র ও শনি দুদিনই ভাড়া হয়েছে। পর্যটকনির্ভর পাহাড়ের অর্থনীতির চাকাও সরব হলো বহুদিন পর।

এদিকে ছুটিতে রোয়াংছড়ি উপজেলা ব্যতিত বান্দরবান জেলার সব উপজেলায় আবাসিক হোটেল, মোটেল, রিসোর্টগুলোর ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হয়ে উঠেছে। জেলা শহরের বেশিরবাগ আবাসিক হোটেলেই রুম খালি ছিল না।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা, সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা, প্রাকৃতিক দূর্যোগসহ নানা কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে বিজয় দিবসের আনন্দে ছুটিতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। দর্শনার্থীদের আগমনে ব্যবসা-বাণিজ্যও চাঙ্গা হয়ে উঠেছে মোটামুটি।

এদিকে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি বন্ধে দর্শনীয় স্থানগুলোতে সার্বক্ষণিক কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রশাসন, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা পর্যটন শিল্পের উন্নয়নে সর্বদা সজাগ। 

এ বিষয়ে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বলেন, বিজয়ের আনন্দে পর্যটনেও লেগেছে আনন্দের ঢেউ। পর্যটকদের বাড়তি চাপ দেখা গেছে দুদিনই।

পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে মাঠে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সব পর্যটন স্পট এবং দর্শনীয় স্থানগুলোর আশপাশে পুলিশের নজরদারি রয়েছে।