কাশিমপুরের প্রধান কারারক্ষী ইয়াবাসহ গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম। ছবি : এনটিভি

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীকে ৩০০ পিচ ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বের) দুপুরে কারাগারের ভেতরে প্রবেশের সময় গেটে তল্লাশিকালে তাঁর পকেট থেকে ওই ইয়াবা টেবলেটগুলো উদ্ধার করে কারারক্ষীরা।

গ্রেপ্তার করা প্রধান কারারক্ষীর সাইফুল ইসলামের (৫৭) বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানার আদুরভিটি এলাকায়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আজ দুপুর ১২টার দিকে ডিউটির জন্য কারাগারের ভেতরে প্রবেশ করছিলেন প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম। এ সময় গেটে তল্লাশিকালে তাঁর পকেট থেকে ৩০০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার এবং তাঁকে আটক করে কারারক্ষীরা। পলিথিনের জিপার প্যাকেটে ভর্তি ইয়াবা টেবলেটগুলো মাইকো টেপ দিয়ে পেঁচিয়ে বিশেষ কায়দায় ইউনিফর্মের ভেতরে বুকের সঙ্গে আটকানো ছিল। পরে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ২০২২ সালের ৫ জুন থেকে এ কারাগারে কর্মরত ছিলেন।

জিএমপির কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০০ পিচ ইয়াবা টেবলেটসহ প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই কারাগারের জেলার মো. লুৎফুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন।