কেরাণীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে আরও এক নারীর মৃত্যু

Looks like you've blocked notifications!
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

দক্ষিণ কেরাণীগঞ্জের কাউটাইন ঋষিপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীণা রানি চক্রবর্তী নামে ওই নারী। এ নিয়ে এই ঘটনায়  মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দেলোয়ার হোসেন জানান, বীণা রানির শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে গত সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে কেরাণীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের কাউটাইল ঋষিপাড়া এলাকার একটি চারতলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়। খবর পেয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

এ ঘটনায় গতকাল দুপুরে উমা রানি চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতরা এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।