চরফ্যাশনে অটোরিকশাচালককে জবাই করে হত্যা

Looks like you've blocked notifications!
ভোলার চরফ্যাশনে নিহত অটোরিকশাচালক মো. হারুনের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

ভোলার চরফ্যাশনে অটোরিকশাচালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ গলাকাটা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানায়, আজ সকাল ১০টায় উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহত অটোরিকশাচালক মো. হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ১০টার দিকে হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরে অটোরিকশাচালক মো. হারুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ওসির ধারণা দুর্বৃত্তরা অন্য কোনো জায়গায় হারুনকে গলা কেটে হত্যা করে মরদেহ এই স্থানে ফেলে রেখে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।