কুসিকের সহকারী প্রকৌশলী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/20/coshik_3.jpg)
কোটি টাকা অবৈধ আয়ের অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) এক প্রকৌশলী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি দায়ের করেন দুদকের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী। আজ বুধবার (২০ ডিসেম্বর) তাঁর বিরুদ্ধে মামলাটি করলে তা গ্রহণ করেন উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।
আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক।
মামলার আসামীরা হলেন কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত নগর পরিকল্পনাবিদ) মো. আবদুস সালাম (৪১) ও তাঁর স্ত্রী মোসা. খালেদা আক্তার বিউটি (৩৬)।
মামলার এজাহারে বলা হয়, খালেদা আক্তার বিউটি (৩৬) ও তাঁর স্বামী সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত নগর পরিকল্পনাবিদ) মো. আবদুস সালাম একে অপরের সহায়তায় আটানব্বই লাখ পঁচাশি হাজার ৯৭৩ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেন। তাই তাঁদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা করা হলো। তদন্তকালে আরও অবৈধ সম্পদ পাওয়া গেলে তা মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
দুদক কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক ফজলুর রহমান বলেন, উনার স্ত্রীর নামে তাঁর সম্পদগুলো। তিনি তদন্ত প্রতিবেদনে লিখলেন তার স্ত্রী ব্যবসায়ী। কিন্তু আমরা তদন্ত করে দেখলাম তার স্ত্রীর কোনো ব্যবসা নেই। যা সম্পূর্ণ ভুয়া। তিনি অবৈধ উপায়ে এসব সম্পদ অর্জন করেছেন। তাই তাঁর বিরুদ্ধে মামলা করা হলো। যদি আরও অবৈধ সম্পদ পাওয়া যায় তাঁদের নামে তাহলে তা মামলার নথিতে যুক্ত হবে।