নাশকতার মামলায় বিএনপির আরও ১২ নেতাকর্মীর কারাদণ্ড
বিএনপির আরও ১২ নেতাকর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়। রাজধানীর বাড্ডা থানায় করা নাশকতার মামলায় আজ বুধবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সাদেক হোসেন রিপন, কাইয়ুম, আবুল আতিক ওরফে টুটুল, আনোয়ারুল ইসলাম খোকন, কে জামান, মাকসুদ হোসেন, আয়নাল হক ওরফে আয়নাল মেম্বার, আবির, নবি হোসেন, রায়হান, সামির হোসেন ও আব্দুস সামাদ ওরফে গ্রীল সামাদ।
নথি থেকে জানা যায়, ২০১৮ সালে পূর্ব বাড্ডায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোবিনুল ইসলাম বাঁধন বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা।