নেত্রকোনার দুর্গাপুরে ওয়ানগালা উৎসব

Looks like you've blocked notifications!
নেত্রকোনার দুর্গাপুরে আজ শুক্রবার ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

নেত্রকোনায় হয়ে গেল ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গারো সম্প্রদায়ের এই উৎসবের আয়োজন করে দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি। একাডেমির হল রুমে আয়োজিত উৎসবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ওয়ানগালা উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অভিনেতা, লেখক, নাট্যনির্দেশক  মঞ্চ সারথী আতাউর রহমান।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ব্রেঞ্জন চাম্বুগং, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান, বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক প্রিন্সিপাল রেভা. মনীন্দ্র নাথ মারাক, দুর্গাপুরের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন প্রমুখ।

ওয়ানগালা উৎসবে স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন কুমার হাজং।

আয়োজকরা জানান, গারোদের ওয়ানগালা হচ্ছে আমন ধান ও শীতের শস্য ঘরে তোলার ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। নতুন ফসল ঘরে ওঠার পর শস্যদেবতা ‘মিসি সালজং’কে ফুল ও ফসল উৎসর্গ করা হয়। পরবর্তী বছর যেন আরও ভাল ফলন পাওয়া যায় এই প্রার্থনাও করা হয় এই উৎসবে।

এটি ওয়ান্না নামেও পরিচিত, বলছে উইকিপিডিয়া।