জোটের প্রার্থী হয়েও আ. লীগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ

Looks like you've blocked notifications!
ছবি: পিরোজপুরের ম্যাপ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মো. মাশরেকুল আজম রবি। তবে মহাজোটের প্রার্থী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন রবির প্রধান নির্বাচনি এজেন্ট ও মঠবাড়িয়া জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আফসার উদ্দীন দিপু।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) আফসার উদ্দীন দিপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগের কথা জানান।

এদিকে, নির্বাচনে জয়ী হতে পিরোজপুর-৩ আসনের প্রার্থীরা ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। মঠবাড়িয়া আসনটি একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার দুই লাখ ২৩ হাজার ৪৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৯৬৭ জন এবং নারী ভোটার এক লাখ ১০ হাজার ৪৭৪ জন। এ আসনটিতে দীর্ঘদিন জাপার কেন্দ্রীয় সহসভাপতি রুস্তম আলী ফরাজী সংসদ সদস্য থাকলেও বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এবারের নির্বাচনে পিরোজপুর-৩ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন: ন্যাশনাল পিপলস পার্টির মো. আমির হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) মো. জাসেম মিয়া, জাতীয় পার্টির (লাঙ্গল) মো. মাশরেকুল আজম রবি, স্বতন্ত্র প্রার্থী মো. রুস্তম আলী ফরাজী (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মো. শামিম শাহ নেওয়াজ (কলার ছড়ি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) মো. শহিদুল ইসলাম , বাংলাদেশ কল্যাণ পার্টির (হাত ঘড়ি) মো. শহিদুল ইমলাম স্বপন, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) হোসাইন মোশারেফ সাকু।