শরীরে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা
ফেনীতে আত্মহত্যা করতে এক কলেজছাত্রীর (১৯) নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও হাই স্কুলের গেটের ভেতর এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা ওই কলেজছাত্রীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তিনি ওই মাদ্রাসার অফিস সহকারীর মেয়ে। তিনি ফেনী ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে তিনি শহরের পাঠানবাড়ি, শান্তি কোম্পানি সড়কে একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার রামনগর গ্রামে।
ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ছাত্রী সাংবাদিকদের কাছে নিজের শরীরে নিজে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন।
স্থানীয়রা জানায়, লক্ষ্মীয়ারা ইসলমিয়া ফাজিল মাদ্রাসা ও হাই স্কুলের সামনের এক ফল ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল ওই ছাত্রীর। এটা নিয়ে তাদের মধ্যে টানাপড়েন চলছিল। আজ সকালে বাবার চাকরিস্থলে এসে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান বলেন, আগুনে ওই শিক্ষার্থীর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা বলেন, একজন শিক্ষার্থী আগুনে দগ্ধ হওয়ার ঘটনা জানতে পেরেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার রসস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।