খুলনার জামান জুট মিলে অগ্নিকাণ্ড নিয়ে ধোঁয়াশা!

Looks like you've blocked notifications!

খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাটে জামান জুট মিল করপোরেশনে আগুন লাগে গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) রাতে। ভয়বহ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। এতে তাদের সময় লেগে যায় প্রায় দুই ঘণ্টা। মিল কর্তৃপক্ষের দাবি—নাশকতা ও হামলা চালিয়ে আগুন ধরানো হয়েছে। যদিও এর আগের দিন রোববারও আগুন লেগেছিল বলে ফায়ার সার্ভিসের বরাতে জানিয়েছে পুলিশ। আর ফায়ার সার্ভিস বলছে, জুট মিলে আগুন নেভানোর পর্যাপ্ত যন্ত্রপাতি নেই বলে তাদের নোটিশ করা হয়েছিল। এদিকে, এই প্রকল্পে অর্থ বিনিয়োগকারী ইসলামী ব্যাংক ঢাকার বারিধারা শাখা বলছে—ঘটনাটি রহস্যজনক। সব মিলিয়ে আগুন লাগার ঘটনায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গেছে, খুলনা জেলার  ভৈরব নদের তীরবর্তী প্রায় দুই একর জমির উপর এই জামান জুট মিল করপোরেশন ২০১৭ সালে প্রতিষ্ঠিত। রপ্তানিমুখী এই প্রতিষ্ঠানে তিন শিফটে সাড়ে ৭০০ কর্মী কাজ করে। গতকাল বড়দিনের ছুটি থাকায় মিলের সব বিভাগ বন্ধ ছিল। রাত ৯টা পর্যন্ত নির্বাহী পরিচালক রিপন মোল্লা মিলেই ছিলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে মিলের চারপাশে একসঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দিঘলীয়াসহ নয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

রিপন মোল্লা জানান, আগুনে রপ্তানিযোগ্য পাটপণ্যসহ যন্ত্রপাতি পুড়ে গেছে। এমনকি, ছাউনির বড় বড় লোহার এঙ্গেলসহ যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার আজ কিছু বলতে চাননি। বলেন, ‘তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।

দিঘলীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আখতার অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কিছু বলছে নারাজ। তবে, জানান ঘটনা রহস্যজনক। কারণ, রোববার রাতেও এই মিলে আগুন লেগেছিল বলে স্থানীয় দমকল বিভাগ তাকে অবহিত করেছে। তবে, দমকল যাওয়ার আগেই তা নিভাতে সক্ষম হয় মিল কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস হতে জানানো হয়েছে, জামান জুট মিল করপোরেশনে আগুন নেভানোর পর্যাপ্ত যন্ত্রপাতি নেই বলে তাদের নোটিশ করা হয়েছিল।

জামান জুট মিল করপোরেশনের অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ঢাকার বারিধায় শাখায় মুঠোফোনে জানতে চাইলে মো. তারেক নামে এক কর্মকর্তা বলেন, ঘটনাটি রহস্যজনক।