জেলা বিএনপির সভাপতির রিমান্ড আবেদন নামঞ্জুর
কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশের করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ কিশোরগঞ্জে ১নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ চারটি মামলায় গ্রেপ্তার থাকা এ বিএনপিনেতার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান রিমান্ড আবেদন নামঞ্জুর করে শরীফুল আলমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
কিশোরগঞ্জ সদরে দুটি ও কুলিয়ারচর থানায় দুটি পুলিশের করা মামলায় গত ৫ নভেম্বর ভৈরব থেকে শরীফুল আলমকে ডিবি পুলিশের একটি দল আটক করে ঢাকায় নিয়ে যায়। পরে ঢাকায় উত্তরা ও পল্টন থানায় পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আটকের এক মাস পর গত ৫ নভেম্বর শরীফুল আলমকে নাশকতা ও বিস্ফোরক আইনের আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফুল আলমের জামিন নামঞ্জুর হওয়ায় আগামী ১০ জানুয়ারি জেলা জজ আদালতে শরীফুল আলমের জামিন শুনানির তারিখ ধার্য আছে।