তিন ঘণ্টা পর পাটু‌রিয়া-দৌলত‌দিয়া ফেরি চলাচল শুরু

Looks like you've blocked notifications!
মা‌নিকগঞ্জ পাটুরিয়ায় পদ্মায় ফেরি চলাচল। ছবি : এনটিভি

ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সা‌ড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে ভোর সা‌ড়ে ৪টা থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মা‌নিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ভোর সাড়ে ৪টায় পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকালে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফেরি চলাচল স্বাভাবিক হলে, ছোট ছোট প্রাইভেটকার ও যাত্রীবাহী পরিবহণ অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়।