হবিগঞ্জে থানায় আসামির ঝুলন্ত মরদেহ

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের বানিয়াচং থানা। ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচং থানা হাজত থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে হাজতের ফ্যানের সঙ্গে পরনের বেল্ট ও গেঞ্জি বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে আজ বুধবার হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

নিহত আসামি গোলাম রাব্বানী (২৫) উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।’

বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, ‘আসামির বিরুদ্ধে অন্তত সাতটি চুরির মামলা রয়েছে। পুলিশের অগোচরে তিনি আত্মহত্যা করেছেন। আজ বুধবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।’