সরকারকে বেকায়দায় ফেলতে টিআইবি-সিপিডির বানোয়াট প্রতিবেদন : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

টিআইবি ও সিপিডি সরকারকে বেকায়দায় ফেলতে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের ১৭ কোটি মানুষের দেশে ১৯ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। কেউ কেউ দুই-তিনটি সিমও ব্যবহার করছে। এটা এক বদলে যাওয়া বাংলাদেশ।’

আজ বুধবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি আওয়ামী লীগ ঘোষিত নির্বাচনি ইশতেহার নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘গ্রামের প্রায় প্রতিটি ঘরেই এখন টেলিভিশন ও রাইস কুকার ব্যবহার করছে মানুষ। শহরের মানুষ এখন গ্রামে গিয়ে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটা ডিজিটাল বাংলাদেশের সুফল।’

টিআইবি ও সিপিডির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারকে বেকায়দায় ফেলতে এসব সংস্থা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে। এগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘দেশে দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতাও বাড়ছে। জিনিসপত্রের দাম যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সরকার সেই চেষ্টা করছে। ভোগ্যপণ্যের উৎপাদন বাড়ানো এবং আমদানি কমানোর লক্ষ্যে সরকার জোর চেষ্টা করছে।’  

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাসী আমাদের নির্বাচনকে ভালোভাবে গ্রহণ করেছে। বিএনপির কিছু লোক এটাকে প্রত্যাখ্যানের কথা বলছে।’