দুস্থদের মাঝে সেনা পরিবার কল্যাণ সমিতির কম্বল বিতরণ

Looks like you've blocked notifications!
সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) আজ বুধবার শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি এলাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করে। ছবি : আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) আজ বুধবার (২৭ ডিসেম্বর) শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি এলাকায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ২৫০০টি কম্বল বিতরণ করেছে। সমিতির পৃষ্ঠপোষক, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন।

এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য সেনা পরিবার কল্যাণ সমিতির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি নুরজাহান আহমেদ বলেন, সেনা পরিবার কল্যাণ সমিতির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, কেন্দ্রীয় প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া এর সহধর্মিণী, সেপকস ঢাকা অঞ্চলের পরিচালনা পর্ষদের সকল সদস্য, অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সেনা পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে দেশব্যাপী শীতার্ত গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।