এই নির্বাচনে নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াবে : আ স ম রব

Looks like you've blocked notifications!
আ স ম আবদুর রব। ছবি : এনটিভি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘এই নির্বাচন ক্ষমতা হস্তান্তরের জন্য নয়, ক্ষমতা নবায়নের কৌশল মাত্র। এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন গণতান্ত্রিক বিশ্বের কেউ মেনে নেবে না। বরং, অর্থনৈতিকসহ নানা ধরনের বৈশ্বিক নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াবে।’

রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতির বাসভবনে আয়োজিত স্থায়ী কমিটির এক সভায় আজ বুধবার (২৭ ডিসেম্বর) এসব কথা বলে আ স ম  আবদুর রব।

সভায় জেএসডি সভাপতি বলেন, ‘শুধু ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রকে বিপর্যয়ের মুখে ফেলে দেওয়া হচ্ছে। পরাশক্তির হাতের খেলনায় পরিণত করার ভয়ঙ্কর রাজনীতি থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে। সকল বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে। গায়েবি মামলা প্রত্যাহার করতে হবে।’

আবদুর রব বলেন, ‘দ্রুত সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করাই হবে সংকটের আশু সমাধান। তবে, রাজনৈতিক আমূল সংস্কার ছাড়া সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রাজনৈতিক সহিংসতা, রক্তপাতের সম্ভাব্য পরিস্থিতি এড়াতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্য হয়ে পড়েছে।’

সভায় আরও বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।