লালমনিরহাট-৩

নৌকার সমর্থকদের হামলায় লাঙ্গলের ১৪ কর্মী আহতের অভিযোগ

Looks like you've blocked notifications!
ঘটনাস্থল লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি। ছবি : এনটিভি

লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকার সমর্থকদের হামলায় লাঙ্গল প্রতীকের ১৪ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের আলোরুপা মোড়ে জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা পরিষদ অডিটোরিয়ামে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমানের একটি মতবিনিময় সভাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান অভিযোগ করেন, ভোট গ্রহণের সময় দায়িত্ব পালন করবেন-এমন মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সকালে নৌকার প্রার্থী মতবিনিময় করছিলেন। বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গেলে তাঁকে হেনস্তা করা হয়। পরে তিনি সেখান থেকে দলীয় কার্যালয়ে ফিরে আসেন।

ওই ঘটনার পর নৌকার সমর্থকরা এসে জাতীয় পার্টির কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা লাঙ্গলের সমর্থকদের ওপর  অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জাল হোসেন দাবি করেন, পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে নৌকার প্রার্থী মতবিনিময় করেছেন। আর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দোকানদারদের সঙ্গে দোকানদারদের মারামারি হয়েছে।

একাধিকবার চেষ্টা করেও নৌকার প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।