নির্বাচনের নামে নাটক হচ্ছে, ইইউ প্রতিনিধিদলকে বিএনপি

Looks like you've blocked notifications!
সিলেটের স্থানীয় একটি হোটেলে আজ বুধবার দুপুরে বিএনপির বিভাগীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ইইউর দুই নির্বাচন বিশেষজ্ঞ। ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দলটির ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। এর আগে দুপুর ১২টার দিকে সিলেটের স্থানীয় একটি হোটেলে সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ইইউর দুই নির্বাচন বিশেষজ্ঞ।

বৈঠকে দলটির নেতারা ইইউ প্রতিনিধি দলকে বলেছেন, সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচন করতে যাচ্ছে, সেটা কোনো নির্বাচন নয়। নির্বাচনের নামে সরকার একটা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। এ বিষয়ে তাদের কাছে কিছু তথ্য-প্রমাণও আছে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান অংশ নেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস। বেলা তিনটা থেকে শুরু হয়ে চারটার পর বৈঠক শেষ হয়।

সিলেটে বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী অংশ নেন।

জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, বর্তমানে যে দম বন্ধ করা পরিবেশ, নির্বাচন ঘিরে বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর সরকারের যে নির্মম অত্যাচার দমন-পীড়ন এ সম্পর্কে আলোচনা হয়েছে। এটাতো সারা বিশ্ব দেখছে, কীভাবে নির্বাচনের নামে সরকার একটা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারগারে আটকে রাখা হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য ডামি নির্বাচনের আয়োজন করা হয়েছে। এসব ব্যাপারে প্রতিনিধিদলের কাছে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করলেও বৈঠকের আলোচনার বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু বলেননি।