ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদসহ ১১ জন রিমান্ডে

Looks like you've blocked notifications!
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল (৩২) ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ (৪৩) ১১ জনের চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এই আদেশ দেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিচারক চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রিমান্ডের অন্য আসামিরা হলেন—হাজী বাহা উদ্দিন নোবেল, মো. জাকির হোসেন, মো. খন্দকার নজরুল ইসলাম, মো. সুমন, মো. রাকিবুল ইসলাম, মো. নুরুল আমিন পায়েল, মো. কায়কোবাদ হোসেন কবির, মো. লিটন হোসেন ও মো. জাহাঙ্গীর আলম।

নথি থেকে জানা গেছে, গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নির্বাচন বানচালের লক্ষ্যে ছাপানো ৫০ হাজার লিফলেট, বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গানপাউডারসহ নাশকতায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানায় পুলিশ। এ ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।