মিয়া আরেফিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করল ডিবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফি আছেন কাশিমপুর কারাগারে। তাকে জেলগেটে করা হয়েছে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, উচ্চপর্যায়ের একটি মহল থেকে অনুমতি না পাওয়ায় তাকে রিমান্ডে নেওয়া যায়নি। আজ শনিবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
ডিবির অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ আজ গণমাধ্যমকে বলেন, বাইডেনের কথিত উপদেষ্টাকে ডিবি জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে। তার কাছ থেকে যেসব তথ্য জানার ছিল, জিজ্ঞাসাবাদ করে ডিবি সেসব তথ্য পেয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরপর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান জাহিদুল ইসলাম। সেখানে নিজেকে বাইডেনের উপদেষ্টা মিয়া আরেফি পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পল্টনে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেখানে বিএনপির নেতা ইশরাক হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী।
সেদিনই ‘মিথ্যা পরিচয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের’ অভিযোগে পল্টন থানায় মামলা করেন মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি। পরে ২ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পরদিন ২৯ অক্টোবর তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানার মামলায় ওদিন তার সঙ্গে যারা সংবাদ সম্মেলনে ছিলেন, তাদেরও আসামি করা হয়। সেই মামলায় চৌধুরী হাসান সারওয়ার্দী আট দিনের রিমান্ড শেষে এখন কারাগারে আছেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, জাহিদুল ইসলামকে ওই দিন বিএনপির কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন এবং কেন গণমাধ্যমে তিনি এভাবে বক্তব্য দিয়েছিলেন, তা জেলগেটে জিজ্ঞাসাবাদে জানতে চাওয়া হয়েছে।