কত ভাগ ভোটার ভোট দিয়েছে, আন্তর্জাতিকভাবে সেটাই বিবেচিত হবে : আমু

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী আমির হোসেন আমু আজ রোববার ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নির্বাচনি পথসভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

জাতীয় ও আন্তর্জাতিক যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী আমির হোসেন আমু। একইসঙ্গে  ৬০ থেকে ৭০ ভাগ ভোটার উপস্থিতি করতে পারলে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে জানান ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র। তিনি আরও বলেছেন, এই নির্বাচনে কত ভাগ ভোটার ভোট দিয়েছে, সেটাই আন্তর্জাতিকভাবে বিবেচিত হবে। 

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নির্বাচনি পথসভায় আজ রোববার (৩১ ডিসেম্বর) এসব কথা বলেন আমু। 

ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী বলেন, বিগত যত নির্বাচন হয়েছে, সেসব নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটু আলাদা। তার কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও আন্তর্জাতিক একটি যুদ্ধের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন।

আমু বলেন, এই নির্বাচনে কত ভাগ ভোটার ভোট দিয়েছে, সেটাই আন্তর্জাতিকভাবে বিবেচিত হবে। তাই ৬০ থেকে ৭০ ভাগ ভোটার উপস্থিতি করতে হবে। এ জন্য সকলকে কাজ করতে হবে। তাহলেই এই নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হবে।