ড. ইউনূসের কারাদণ্ডে বিএনপির নিন্দা

Looks like you've blocked notifications!
বিএনপির লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেওয়ায় নিন্দা জানিয়েছে বিএনপি। আজ সোমবার (১ জানুয়ারি) দলের পক্ষ থেকে এসব কথা বলেন বিএনপপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ড. ইউনূসের বিরুদ্ধে এই রায়কে ‘ফরমায়েশি’ দাবি করে রিজভী বলেন, ‘এই রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বশবর্তী হয়ে এই রায় দেওয়া হয়েছে তার প্রমাণ শেখ হাসিনা অব্যাহতভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকি দেওয়ার ঘটনা প্রমাণ করে।’ তিনি বলেন,  ‘নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পস্ট হয়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি। দেশে আওয়ামী লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা, ব্যাংক ডাকাত, ঋণ খেলাফিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেওয়া হয় ড. মুহাম্মদ ইউনুসের মতো জাতির গর্বকে।’