ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Looks like you've blocked notifications!
ঝিনাইদহ সদর উপজেলার সাধহাটি ইউনিয়নের রাঙিয়ারপোতা গ্রামে নিহত চাচা-ভাতিজার স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই আলমসাধুর চালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার সাধহাটি ইউনিয়নের রাঙিয়ারপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাফিজুর (২২) ও তার চাচা একই গ্রামের আলী হোসেন (৭০)। একই আলম সাধুতে ছিলেন তারা। তারা মাগুরা যাচ্ছিলেন পাটখড়ি আনতে।

প্রত্যক্ষদর্শী অপর আলম সাধুতে থাকা সাদিকুর রহমান ও নিহত মাফিজুরের বাবা রবিউল ইসলাম বলেন, ‘ভোরে চারজন মিলে দুটি আলম সাধুতে চড়ে মাগুরা যাচ্ছিলেন পাটখড়ি আনতে। মধুপুর নামক স্থানে পৌঁছালে দেখতে পাই আগের গাড়িটা রাস্তার পাশে পড়ে আছে। আমাদের গাড়ি ঘুরিয়ে এসে দেখি দুইজনই মরে গেছে। ঝামেলা হবে ভেবে মরদেহ নিয়ে গ্রামে ফিরে আসি। ঘন কুয়াশায় কী ঘটেছে বলতে পারছিনে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি।’

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষ ভিড় করছে নিহতদের বাড়িতে।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আমরা এ ঘটনার খবর পাইনি। খোজ নিয়ে জানাতে পারব।’