করোনা শনাক্তের হার বেড়ে ৩.৯৮

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের ফাইল ছবি এনটিভির

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জন শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি। আজ বুধবার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে করোনার নমুনার শনাক্তের হার তিন দশমিক ৯৮-এ পৌঁছেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০২টি। এ সময়ে সারা দেশে ১৬ জন শনাক্ত হয়েছে। করোনায় নমুনায় শনাক্তের হার এ সময়ে ছিল তিন দশমিক ৯৮ শতাংশ। আর ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ পাঁচজন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৪৩ জন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। 

এদিকে এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৩৪৬ জনে।