ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৭০

Looks like you've blocked notifications!
ডেঙ্গু ওয়ার্ডের ফাইল ছবি ফোকাস বাংলার

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে। আজ বুধবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলছে, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩২ ও অন্যান্য জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ জন। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫৬১ জন। এর মধ্যে ঢাকার ২৫৯ ও অন্যান্য জেলার ৩০২ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ২১৫ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৩৭৯ জন।