পঞ্চগড়ে তীব্র শীতে কাবু সাধারণ মানুষ

Looks like you've blocked notifications!
পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। ছবি : এনটিভি

পঞ্চগড়ে শীতের তীব্রতায় কাবু সাধারণ মানুষ। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। সেই সাথে উত্তর থেকে ধেয়ে আসে হিমেল বাতাস। সকালে সূর্যের দেখা দিলেও ঠান্ডা বাতাসের কারণে উত্তাপ ছড়াতে পারছে না, অনুভূত হচ্ছে তীব্র শীত। পৌষের মাঝামাঝি এসে এমনই আবহাওয়া বিরাজ করছে পঞ্চগড়ে।

জেলা জুড়ে হাড়কাঁপানো শীত। রাতভর বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে করে পথচারীদের গা ভিজে যায়। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। সকালে কুয়াশার কারণে যানবাহন চলছে ধীর গতিতে। যখন হিমেল বাতাস বয়ে যায় তখন মানুষের সাথে পশুপাখিও কাবু হয়ে যায়। রাস্তার মোড়ে মোড়ে রাত থেকে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। তাপমাত্রা কমে গিয়ে ৮ ডিগ্রির ঘরে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় ৮ দশমিক ৭ ডিগ্রি এবং সকাল নয়টায় ৮ দশমিক ৪ ডিগ্রি  সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলায়। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।