বাড়ছে করোনা, শনাক্তের হার ৪.৫৩

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের ফাইল ছবি এনটিভির

দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের হার। শীতের সঙ্গে সঙ্গে এই প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। গতকাল বুধবারের (৩ জানুয়ারি) হিসাব বলছে, এদিন সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল তিন দশমিক ৯৮। আজ তা বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক ৫৩ শতাংশে। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্তসহ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৩৬৭ জনে। যদিও শেষ ২৪ ঘণ্টায় এদের মধ্যে মারা যায়নি কেউ। 

বিজ্ঞপ্তি আরও বলছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনার নমুনা পরীক্ষা করা হয় ৪৬৪টি। এতে শনাক্তের হার এর আগের ২৪ ঘণ্টার তুলনায় শূন্য দশমিক ৫৫ বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক ৫৩ শতাংশে।  

এদিকে গতকাল বুধবার করোনাভাইরাসের আক্রমণ নিয়ে সতর্ক হতে বলেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। গতকালই তারা মাস্ক পরাসহ অন্যান্য জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছে।