জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদালত বর্জন

Looks like you've blocked notifications!
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টানা আদালত বর্জন কর্মসূচি পালন করছে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

সরকারের পদত্যাগ, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ৭ জানুয়ারির ডামি ভোট বর্জন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালত এই বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।

এ সময় আদালতে আসা বিচারপ্রার্থীদের মধ্যে ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন আইনজীবীরা। 

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকট মনিরুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানসহ বিএনপিপন্থি আইনজীবী ফোরামের আইনজীবীরা উপস্থিত ছিলেন।