চাঁদপুরে ঘন কুয়াশায় কার্গো-লঞ্চ মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিখোঁজ

Looks like you've blocked notifications!
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়। ছবি : এনটিভি

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লঞ্চের তলা ফেটে পানি প্রবেশ করে। এই ঘটনায় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাঁচ শতাধিক যাত্রী। গতকাল শুক্রবার (৪ জানুয়ারি) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

ধাক্কা দেওয়া কর্গো জাহাজটির সন্ধান পাওয়া গেছে। সেটিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এ ঘটনায় সেনাবাহিনীর এক সার্জেন্টের স্ত্রী রিনা নামের একজন যাত্রী নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি করছে বলে  জানিয়েছেন চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। 

মোহাম্মদ কামরুজ্জামান জানান, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চ ও কার্গোটির ব্যাপক ক্ষতি হয়েছে। সেটি এখলাছপুরের একটি চরে রাখা হয়েছে। যাত্রীরা এখন নিরাপদে আছে। তাদের উদ্ধার করে আলাদা লঞ্চে করে গন্তব্যে পাঠানো হয়েছে। 

সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার সিরাজ জানান, তারা লঞ্চটি নিয়ে নিরাপদে মেঘনা নদীর এখলাছপুর এলাকায় অবস্থান করছেন। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী রয়েছে। যাত্রীদের উদ্ধার করতে বিকল্প লঞ্চ এসেছে।