মানসিক প্রতিবন্ধীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Looks like you've blocked notifications!
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের মোক্তারহাট বাজারে মানসিক প্রতিবন্ধীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। ছবি : এনটিভি

মাদারীপুরের কালকিনিতে মো. রাজ্জাক ফকির (৪২) নামে এক মানসিক প্রতিবন্ধীকে হাত-পা বেঁধে নির্যাতন চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিডিখান ইউনিয়নের মোক্তারহাট বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।

একই এলাকার মো. রাসেল বেপারি ওরফে পিচ্চি রাসেল এই নির্যাতন চালিয়েছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন।

নির্যাতনের শিকার প্রতিবন্ধী রাজ্জাক ফকিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া সিকদার, মজিবর রহমান বেপারী, মো. জামাল হোসেন, মো. সিরাজ ফকির, বজলুর রহমান, কাঞ্চন, সালাম মোল্লা, মহসিন ফকির, কাসেম সরদার, আকাইদ কবিরাজ, ফারুক হোসেন, মো. হালিম, গিয়াসউদ্দিনসহ প্রায় তিন শতাধিক স্থানীয় এলাকাবাসী। 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চান মিয়া সিকদার বলেন, ‘নির্বাচনি মাঠ উত্তপ্ত করার লক্ষ্যে এবং আমাকে ফাঁসানোর জন্য বুধবার রাতে এ হত্যাকাণ্ডের চেষ্টা চালিয়েছেন মো. রাসেল বেপারি ওরফে পিচ্চি রাসেল। আমরা অভিযুক্তদের সঠিক বিচার দাবি করছি।’