নির্বাচন বর্জন ও হরতাল সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজশাহী-ঢাকা মহাসড়কে মশাল মিছিল। ছবি : এনটিভি

নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজশাহী-ঢাকা মহাসড়কে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে এ মশাল মিছিল করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ ও এম তাহের রহমান, কর্মী জুবায়ের হোসেন, শরিফ মাহমুদ, রাকিব আল ইসলাম প্রমুখ।

কর্মসূচি শেষে সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশের জনগণ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে ছেড়ে যাব না। এই ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।

এ সময় বিএনপি ও ছাত্রদলসহ সব গণতন্ত্রকামী মানুষদের মুক্তিও দাবি করেন সুলতান আহমেদ রাহী।