চাঁদপুরে বাসে আগুন, হেলপার দগ্ধ

Looks like you've blocked notifications!
চাঁদপুরে আগুনে পোড়া বাস। ছবি : এনটিভি

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত হয়েছেন গাড়ির চালক নাছির উদ্দিন বিপ্লব। আজ শনিবার (৬ জানুয়ারি) ভোরে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

চালক নাছির উদ্দীন বিপ্লব জানান, হেলপারসহ তারা দুজন বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন দেওয়ার পর তারা লাফিয়ে গাড়ি থেকে নেমে যান। এ সময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।

নোয়াখালী-চাঁদপুর রুটের আনন্দ পরিবহণের বাসটির মালিক শম্ভু চন্দ্র দাস দাবি করেন, ‘কয়েকজন মুখোশধারী যুবক এসে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি গতকাল (শুক্রবার) নির্বাচনি কাজে ব্যবহার করা হয়েছিল। আজকে আবারও বাসটির নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।’

চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের উপপরিচালক সানোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের সিট ও গ্লাস আংশিক পুড়ে যায়। তদন্তের পর বলা যাবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, ‘আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে।’